কাতারে সিলেট আওয়ামী যুব পরিবারের অভিষেক

0
441

বাংলা খবর ডেস্ক: কাতারে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সালিমার প্যালেস হোটেলে এই অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু তাহের চৌধুরী ও পরিচালনা করেন গোলাম ইসহাক লিমন। সভায় প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিসি। বিশেষ অতিথি ছিলেন কাতার সফররত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন, কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, মখলিসউর রহমান মেম্বার, মীর মোশাররফ হোসেন নয়ন, জোবায়ের খান, আব্দুল হান্নান পান্না, মালেক আহমদ, সিরাজুল ইসলাম শাহীন, শামসুল ইসলাম, ওলিদ আহমদ সেলিম, ইরফান মিয়া প্রমুখ।

শুয়াইব আহমদকে সভাপতি, গোলাম ইসহাক লিমন শাহকে সাধারণ সম্পাদক ও মো. জালাল উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হাবিবুল ইসলাম এনাম, জাকির হোসেন চৌধুরী, শেখ সাইকুল ইসলাম, শামীম আহমদ, বদরুল ইসলাম মিসবাহ, আবু সাইদ চৌধুরী লিপু, দিপক মল্লিক, আব্দুর রব, সোহেল আহমদ, খালেদ আহমদ, জোবায়ের হোসাইন জাইন, মাহমুদ চৌধুরী, জয়নাল আহমদ, আব্দুল বাসিত, শরিফুল হক।

যুগ্ম-সাধারণ সম্পাদক- ইব্রাহিম মোহাম্মদ হাকিম, শিপার আহমদ শিমু, তাজুল ইসলাম তাজ, আবদুল গাফফার, শাহাব উদ্দিন, শাহ আলম, সায়মন আজাদ তালুকদার, রাশেদ আহমদ চৌধুরী, রবিউল ইসলাম জাহেদ, কামরান হোসেন, জাহেদুল ইসলাম মোহন।

সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ রাজু, ইয়াহিয়া উল হক, কিবরিয়া সালমান, নোমান দেলওয়ার, খালেদ হাসান, মশহুদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ মিসবাহ, আব্দুস সালাম, তোফায়েল আহমদ তুহিন, সুলতান আহমদ মিতুল।

দফতর সম্পাদক আশরাফ হোসেন, উপ দফতর সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সায়েল, তোফায়েল আহমদ মুর্শেদ, অর্থ সম্পাদক জোবেল আহমদ ইনু, সহ-অর্থ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।

প্রচার সম্পাদক এমাদুর রহমান এমাদ, সহ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ জুয়েল খান, আইন বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জোবায়ের আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সজীব ঘোস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ সুয়েব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাউছার আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সেবুল আহমদ সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবের চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ আব্দুর রহিম, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলী আশরাফ তারা, সাহিত্য বিষয়ক সম্পাদক রফিক আহমদ, সহ-সম্পাদক জীবন রহমান, শাহরিয়া কবির রায়হান, আনহার হোসেন আনু, শওকত মিয়া, আলমগীর তফাদার, দুলাল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে শেখ হাসিনা। বৃহত্তর সিলেটের যত উন্নয়ন আওয়ামী লীগ সরকারে আমলে হয়েছে, শেখ হাসিনার হাতে ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here