প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

0
80

বাংলা খবর ডেস্ক: প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলাম গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সাইদুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান।

তিনি বলেন, ডিজিএম সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় গত চার মাস ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমিসংক্রান্ত প্রতারণা মামলা করেন। মামলায় সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

বাংলাদেশ ব্যাংকের এই উপমহাব্যবস্থাপক বরিশাল নগরের কলেজ রোড এলাকার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here