বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি আত্মপরিচয় পেতো না: প্রধানমন্ত্রী

0
99

বাংলা খবর ডেস্ক: ‘বাবার স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষণে’ কাঁদলেল বঙ্গবন্ধুর দুই দুহিতা শেখ হাসিনা ও শেখ রেহানা। এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

এসময় মঞ্চে উপস্থিত থাকা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতো না।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

শুক্রবার বিকেলে প্যারেড গ্রাউন্ডে জাঁকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করবেন তিনি।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here