কোনো হামলা-ভয়ভীতিতে পিছু হটবো না : তাবিথ

0
88

বাংলা খবর ডেস্ক: কোনো বহামলা ও ভয়ভীতি পিছু হটবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের উপর হামলায় হয়। এতে তিনিসহ বেশ কয়েকজন প্রচারকর্মী আহত হন।

হামলার পর বিএনপির এই মনোনীত প্রার্থী বলেন, আমরা ইতিবাচক ভাবনা নিয়ে গণসংযোগ শুরু করেছিলাম। এসময় পেছন দিক থেকে আমাকে টার্গেট করে হামলা করা হয়। সবচেয়ে ভয়ংকর কথা হলো, এই হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।

তাবিথ অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে হামলা হয়।

জানা গেছে, ওই এলাকায় গণসংযোগ শুরুর পরপরই লাঠিসোঁটা নিয়ে তাদের পেছন থেকে হামলা করেন একদল লোক। হামলাকারীরা তাবিথ ও তার সঙ্গীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাবিথসহ ১০/১২ জন কর্মী-সমর্থক আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here