মুক্তির অপেক্ষায় ‘গণ্ডি’

0
644

বাংলা খবর ডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ফাখরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’। এ সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে ‘গণ্ডি’র পোস্টার। পরিচালক ফাকরুল আরেফিন খানের ফেইসবুক পেজে এটি প্রকাশ করা হয়। ‘গণ্ডি’ সিনেমা বাংলাদেশে মুক্তির পাশাপাশি সাফটা চুক্তির মাধ্যমে কলকাতায়ও মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। ফাখরুল আরেফিন খান বলেন, ‘ইচ্ছে আছে “গণ্ডি” দুই দেশেই মুক্তি দেওয়ার। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিচ্ছি। এ দেশে মুক্তির এক মাস পর কলকাতায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে।’

যৌথ বিনিময়ে বাংলাদেশে কলকাতার কোন ছবি আসবে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘এখনো ছবির নাম ঠিক হয়নি। আলোচনা চলছে। আশা করি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।’

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘বেশি বয়সী দুজন নর-নারীর বন্ধুত্বকে আমাদের সমাজ কীভাবে দেখে, তাদের সন্তানসন্ততিরাই বা কীভাবে বিষয়টা নেয়, এসবই উঠে আসবে সিনেমার গল্পে।’

এদিকে গণ্ডি সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সুবর্ণা মুস্তাফা। ভিডিওতে সুবর্ণা বলেন, ‘৭ ফেব্রুয়ারি “গণ্ডি” মুক্তি পেতে যাচ্ছে। আপনারা আপনাদের পরিবার, বন্ধুদের নিয়ে নিকটস্থ সিনেমা হলে সিনেমাটি দেখবেন। গণ্ডি বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যেকোনো বয়সেই হতে পারে। এই সিনেমা আপনার কোনো পুরনো বন্ধুর কথা হয়তো মনে করিয়ে দেবে। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।’ গণ্ডি সিনেমায় সুবর্ণা মুস্তাফার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে। ২০১৮ সালের ডিসেম্বরে লন্ডনে শুরু হয় ছবির শুটিং। একই বছরের মার্চ মাসে কক্সবাজারে হয় ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। ছবির শুটিং শেষ হয় ২০১৯-এর সেপ্টেম্বরে। ছবির কাহিনী এগিয়ে গেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে। ছবিটি প্রযোজনা করেছে গড়াই ফিল্মস। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ সিনেমার আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here