সিনেমার রেটিং কমালেও আমাকে দমানো যাবে না: দীপিকা

0
118

বাংলা খবর ডেস্ক: জানুয়ারির প্রথমদিকে মুক্তি পায় দীপিকা পাডুকোন প্রযোজিত চলচ্চিত্র ‘ছপাক’। অ্যাসিডদগ্ধ লক্ষ্মী আগরওয়ালের বাস্তব জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করেন পরিচালক মেঘনা গুলজার। সিনেমায় লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকোন নিজেই।

সিনেমাটি শুটিংয়ের সময় থেকেই ব্যাপক আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এমনকি আইএমডিবিতেও কম রেটিং পেয়েছে সিনেমাটি। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকা বিরোধীরা ‘ছপাক’ নিয়ে নানা ধরনের ট্রল করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফ্যান ক্লাবে ভিডিও প্রকাশ করার মাধ্যমে সেসব ট্রলের জবাবও দিয়েছেন দীপিকা। শুধু তাই নয়, আইএমডিবিতে কম রেটিং পাওয়া নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছপাক অভিনেত্রী।

‘সিনেমার রেটিং কমালেও আমাকে দমানো যাবে না’ বলে মন্তব্য করেন দীপিকা। তিনি বলেন, ‘তারা আমার ছবির রেটিং বদলাতে পারবে কিন্তু আমার মন নয়।’ ঠিক এ রকমই একটা সংলাপ রয়েছে ‘ছপাক’ সিনেমাতেও। সংলাপটিতে বলা হয়, ‘তারা আমার চেহারা বদলে দিয়েছে কিন্তু আমার মন নয়’, সেই সংলাপের সুরেই দীপিকা ট্রল কারীদেরও জবাব দিলেন।

জানা যায়, সিনেমাটি আইএমডিবিতে ৪.৬ রেটিং পেয়েছে। এরই প্রেক্ষিতে পরিচালক মেঘনা গুলজার ও অভিনেত্রী দীপিকা পাডুকোন সেই ভিডিওটি অনলাইনে প্রকাশ করেছেন।

জানুয়ারি মাসের শুরুতে সিনেমাটি মুক্তির আগে এর প্রচারণার জন্য এমন কিছু নেই যা করেননি দীপিকা। কিন্তু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের আন্দোলনে একাত্ম প্রকাশ করার ফলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম হয়। বিজেপি সমর্থকেরা দীপিকার বিপক্ষে অবস্থান নেয়। এমনকি বিজেপি নেতারা ‘ছপাক’ দেখা থেকে কর্মী-সমর্থকদের বিরত থাকারও আহ্বান জানায়। শুধু তাই নয়, প্রতিবাদী শিক্ষার্থীদের সমর্থন দেওয়ার ব্যাপারটিকে অনেকেই সিনেমার প্রচারণামূলক প্রোপাগান্ডা হিসেবে ধরে নেন। তার প্রভাব সিনেমার ব্যবসায়িক ফলাফলেও প্রভাব ফেলেছে বলেই ধারণা করছেন সিনে-বোদ্ধারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here