হরতালে ঢাকার যান চলাচল স্বাভাবিক

0
143

নিউজ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের অনিয়মের চিত্র তুলে ধরে নির্বাচন প্রত্যাখ্যান করে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। তবে বিএনপির ডাকা এই হরতালে ঢাকার যান চলাচল বেশ স্বাভাবিক রয়েছে। সাধারণ নাগরিকদের জীবন-যাত্রা যাতে বিঘ্ন না হয় সেজন্য রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা, সতর্কতা ও নজরদারিতে চলছে যানবাহন। ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার পরিবহনও।

রোববার সকালে ঢাকার বিজয় সরণি, পান্থপথ, গুলশান, মালিবাগ, খিলগাঁও, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় বাস, ট্রাক, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা যায়। তবে অন্য দিনের তুলনায় সকালে রাস্তা কিছুটা ফাঁকা ছিল। যানজট খুব বেশি ছিল না।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কারওয়ানবাজারে প্রাইভেট কারে কর্মস্থলে এসেছেন নাইমুল ইসলাম। তিনি জানান, রাস্তায় সব ধরনের যানবাহন চলতে দেখেছেন। তবে অন্য দিনের মতো যানজট পাননি। অল্প সময়েই তিনি কর্মস্থলে চলে আসতে পেরেছেন।

ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল হক জানান, ট্রাফিক উত্তরের সব সড়ক, গলিতে যান চলাচল স্বাভাবিক। কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। কেউ যানবাহন চলাচলে বাধাও দেয়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন প্রত্যখ্যান ও হরতাল কর্মসূচির ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। তবে বিএনপির ডাকা এ হরতাল না মেনে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির ডাকা এ হরতালে সাধারণ মানুষ থেকে শুরু করে কোন যানবাহন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হলে এর সম্পূর্ণ দায়ভার বিএনপিকে নিতে হবে বলে ঘোষনা দিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুবউল আলম হানিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here