অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছে টোকিওর সব ভেন্যু

0
55

বাংলা খবর ডেস্ক: একে একে প্রস্তুত হয়ে উঠছে টোকিও অলিম্পিকের সব ভেন্যু। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের জন্য উদ্বোধন করা হয়েছে ভলিবল ও হুইলচেয়ার বাস্কেটবলের ভেন্যু আরিয়াকে অ্যারেনা।

নতুন এই স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের। এ সময় উপস্থিত ছিলেন টোকিওর গভর্নর ইউরিকো কইকে এবং অলিম্পিক আয়োজক কমিটির সদস্যরা।

স্টেডিয়াম উদ্বোধনের পর জাপানের নারী ভলিবল দল ও পুরুষ বাস্কেটবল দল নতুন ভেন্যুতে অনুশীলন করে। এবারের অলিম্পিকের জন্য বেশ কিছু নতুন ভেন্যু তৈরি করছে আয়োজকরা। এর মধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে। তবে এখনো হকি স্টেডিয়াম, টোকিও অ্যাকুয়াটিক সেন্টার, আর্চারির ভেন্যুসহ বেশ কয়েকটি স্টেডিয়াম নির্মানের কাজ চলছে।

টোকিওর মেয়র ইউরিকো কইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে অলিম্পিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here