স্বাভাবিক জীবনের কথা ভুলে গেছে কাশ্মীরিরা: জায়রা

0
321

বাংলা খবর ডেস্ক: ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিম আবার মোদি সরকারের সমালোচনা করেছেন। কাশ্মীরবাসীর ওপর আরোপ করা নানা বিধিনিষেধের প্রতিবাদ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা লিখেছেন, ‘আমরা এখন স্বাভাবিক জীবন যাপনের কথা ভুলে গেছি। এত সহজে কাশ্মীরবাসীদের কেন নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়া হয়? কেন যখন-তখন কাশ্মীরের মানুষদের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে দেওয়া হয়?’

কাশ্মীরে মোদি সরকারের ৩৭০ ধারা প্রয়োগের পর থেকে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছে। ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও এখনও ভূস্বর্গের বেশ কিছু জায়গায় কারফিউ জারি রয়েছে।

ইনস্টাগ্রামের এক পোস্টে জায়রা উগরে দিলেন তার সমস্ত রাগ। সাবেক বলিউড অভিনেত্রী জায়রার কথায়, ‘কাশ্মীর আশা এবং হতাশার মাঝে দোদুল্যমান। ক্রমাগত বাড়তে থাকা হতাশা এবং দুঃখের মাঝেই উপত্যকায় শান্তি বিরাজ করছে, কেন এ ধরনের একটি মিথ্যে ছবি তুলে ধরা হচ্ছে দুনিয়ার সামনে? কাশ্মীরিদের এমন একটি দুনিয়ায় থাকতে হয়, যেখানে ইচ্ছেমাফিক বিধিনিষেধ আরোপ করা হয়!’

“আমরা কী চাইছি কিংবা আমাদের দৃষ্টিভঙ্গির নেপথ্যে কী কারণ রয়েছে, সেসব না দেখে কেন আমাদের দৃষ্টিভঙ্গিকেই শুধু তীব্র নিন্দা করা হচ্ছে? দিনের পর দিন এসব দেখে কাশ্মীরিরা স্বাভাবিক জীবনযাপন করা ভুলে গিয়েছে। এমনকি সম্প্রীতির ভাবনাও তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে! কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? এরকম হাজারও প্রশ্নের উত্তর আজও অধরা। আর এসব উত্তর না পেয়েই আমরা কাশ্মীরবাসীরা ধীরে ধীরে নিরাশ হয়ে পড়ছি।’

সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়ে ওঠেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

কিন্তু গত বছর আচমকা অভিনয় ছাড়ার ঘোষণা দেন। জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি হয়তো এখানে (বলিউড) পুরোপুরি ঠিক আছি। কিন্তু আমি এখানকার মানুষ নই। ইমান থেকে দূরে সরতে চাই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here