মির্জা ফখরুলের অভিযোগ প্রত্যাখ্যান করবে জনগণ: কাদের

0
66

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসচিব হিসেবে বিএনপিতে কোন সাফল্য দেখাতে পারেনি বলেই মীর্জা ফখরুল কারচুপির অভিযোগে দুই সিটির নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন দেয়ার দাবী করছেন। তাদের এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করবে সাধারণ জনগণ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারচুপির অভিযোগে দুই সিটির নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন দেয়ার দাবী করেছেন। ইভিএমের মাধ্যমে এই নির্বাচনে কারচুপির বা ফলাফল বদলে দেয়ার কোনো সুযোগ ছিল না। হেরে যাওয়ার কারণেই বিএনপি প্রার্থীরা ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তাদের সব আহ্বান জনগণ প্রত্যাখ্যান করবে।

পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ ৭৭ শতাংশ শেষ হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ২৪ তম স্প্যান বসবে। আগামী দুই মাসের মধ্যে করোনা ভাইরাস সমস্যা কেটে গেলে এবং চীনা নাগরিকরা সবাই ছুটি কাটিয়ে কাজে যুক্ত হলে পদ্মা সেতুর অগ্রগতি বাধাগ্রস্ত হবে না। তবে, করোনা প্রলম্বিত হলে কাজে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here