ঐতিহ্য মেনে লন্ডনে পড়াশুনা করতে যাবে তৈমুর

0
138

বাংলা খবর ডেস্ক: তারকাসন্তান হওয়ায় জন্মের পর থেকেই আলোচনায় তৈমুর। এবার নবাব পরিবারের ঐতিহ্য মেনে তৈমুর লন্ডনে পড়াশুনা করতে যাবে। লন্ডনের একটি বোডিং স্কুলে ভর্তি করা হবে পতৌদি পরিবারের কনিষ্ঠ সদস্য এবং সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরকে।

ভারতীয় সংবাদমাধ্যমকে পতৌদি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পতৌদি পরিবারে এই রকমই হয়ে এসেছে। সাইফের বাবা মনসুর আলি খান পতৌদি ইংল্যান্ডে পড়াশুনা করেছিলেন। তার ছেলে সাইফ এবং মেয়ে সাবা ও সোহা আলিও পড়াশুনা করেছেন ইংল্যান্ডে। সাইফের প্রথম স্ত্রীর মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিম আলিও সেখানে বোর্ডিং স্কুলে পড়াশুনা করেছেন। এবার তাই তৈমুরের পালা।

জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here