পুরুষের স্তন ক্যান্সারের তিন কারণ

0
523

বাংলা খবর ডেস্ক: স্তন ক্যান্সারের ঝুকিতে শুধু যে নারীরা তা কিন্তু নয়। পুরুষদের স্তনেও বাসা বাঁধতে পারে এ ক্যান্সার। চিকিৎসকরা মূলত তিনটি কারণকেই এর জন্য দায়ী করেছেন।

১. জেনেটিক অর্থাৎ জন্মসূত্রেই পুরুষের শরীরে এই রোগের জীবানু থাকে। দেখা গেছে, প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পুরুষ বংশানুক্রমিকভাবেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

২. শরীরে ইস্ট্রোজেন ও অ্যান্ড্রেজেনের অনুপাতের তারতম্যের কারণেও পুরুষদের স্তন ক্যান্সার হতে পারে। মারিজুয়ানার অভ্যাস, থাইরয়েড, ওবেসিটি, যকৃতের কর্মহীনতার কারণেই পুরুষদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে।

৩. অনেক সময় পুরুষের অণ্ডোকোষও তাদের শরীরে স্তন ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে।

গবেষণায় দেখা গেছে, মধ্য ও পূর্ব আফ্