নেই তাসকিন-মোস্তাফিজ, বাংলাদেশ একাদশে দুই স্পিনার

0
556

বাংলা খবর ডেস্ক: ঘরের মাঠে দুই স্পিনার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের একাদশে সেই অর্থে কোনো চমক নেই। সাত ব্যাটসম্যান, দুই স্পিনার আর দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। জায়গা হয়নি দলে ডাক পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির।

পেস আক্রমণে সুযোগ মেলেনি তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানেরও। পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন ফর্মের তুঙ্গে থাকা আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন। স্পিন আক্রমণে সেই তাইজুল ইসলামের ওপরই ভরসা। তার সঙ্গে অফস্পিনিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন নাইম হাসান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহীম, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, নাইম হাসান।

জিম্বাবুয়ে একাদশ
প্রিস মাসভরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াচি, এইস্লে এনলুভো, চার্লটন টিসুমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here