খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে

0
142

বাংলা খবর ডেস্ক: বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে পৌঁছানো হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থের রিপোর্টটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে মেডিকেল রিপোর্ট চান হাইকোর্ট। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বুধবার সবশেষ মেডিকেল প্রতিবেদন পাওয়া গেলে বৃহস্পতিবার ফের জামিন আবেদনের শুনানি শুরু হবে।

এ ছাড়া অ্যাডভান্সড (উন্নত) ট্রিটমেন্টের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টে খালেদা জিয়ার আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলে খুরশীদ আলম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here