পদ্মায় নৌকাডুবিতে ২৬ বরযাত্রী নিখোঁজ

0
391

বাংলা খবর ডেস্ক: রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।

rajshahi

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিল। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here