বাংলাদেশ বিমানের নেপালগামী ফ্লাইট বাতিল

0
62

বাংলা খবর ডেস্ক: কোভিট-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সব দেশের নাগরিকদের জন্য নেপালে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধের পর ওই দেশগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ালাইন্স।

শনিবার (১৪ মার্চ) সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, আপাতত বিমানের ১৫ মার্চ ও ১৭ মার্চ নেপালগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৯ মার্চ ফ্লাইট চলাচল করবে।

শুক্রবার (১৩ মার্চ) নেপালের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত সব বিদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত থাকবে। নন-রেসিডেন্ট নেপালিদেরও ক্ষেত্রে তা করা হবে।

নেপালের ভিসা নিয়ে কোনো বিদেশি গেলে তাকে অবশ্যই সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে এবং তা ত্রিভুবন বিমানবন্দরে ইমিগ্রেশনে দাখিল করতে হবে।

১৪ মার্চ থেকে নেপালে যাওয়া সব বিদেশি এবং নন-রেসিডেন্ট নেপালিদের ‘সেলফ কোয়ারেন্টাইন’ ও ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে হবে।
সব স্থলবন্দর দিয়ে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে শুধু ত্রিভুবন বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের সুযোগ রাখছে নেপাল।

একই কারণে ১৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে দেশটি।
নেপালে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হলেও সীমান্তবর্তী ভারতে ৭০ জনেরও বেশি লোকের দেহে এই ভাইরাস ধরা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here