পাবনায় আওয়ামী লীগ নেতার মদের দোকানে অভিযান

0
53

বাংলা খবর ডেস্ক: পাবনায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন দেশি মদের দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অন্তত ৫০ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে র‌্যাব ১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের সাজা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল জানান, চাকী বাড়ীতে মদ বিক্রির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক ও সাধারণ যুবকদের কাছে মদ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিকেলে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিক জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নীতি বহির্ভূতভাবে মদ সেবন করায় প্রায় ৫০ জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনার পর আট জনকে ৩৬ এর ৫ ধারায় এক হাজার টাকা করে জরিমানা ও ৩৮ জনকে ৩ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যান্য আটককৃতরা নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়নি দাবি করে অভিযানের বিষয়টিকে সাজানো বলে দাবি করেছেন অভিযুক্ত প্রলয় চাকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here