খেলোয়াড়দের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া উচিত নয়: মিঁয়াদাদ

0
55

বাংলা খবর ডেস্ক: একটা সময়ে জাতীয় দলের নিয়মিত পারফর্মার ছিলেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের সবশেষ বিদায়ী কোচ মিকি আর্থার দায়িত্ব নেয়ার পর কপাল পুড়ে শেহজাদের। মিকি আর্থারের সময়ে জাতীয় দলে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরেও প্রত্যাশিত পারফরম করতে পারছেন না শেহজাদ। সবশেষ ৭ ম্যাচে ৮.৭১ গড়ে মাত্র ৬১ রান করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের এ ওপেনার। অফ ফর্মে থাকা এ ওপেনার সম্প্রতি মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন জাতীয় দলে আরও ১২ বছর খেলতে চাই।

শেহজাদের এমন বক্তব্যে ক্ষুদ্ধ জাভেদ মিঁয়াদাদ। পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, খেলোয়াড়দের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া উচিত নয়।

সম্প্রতি পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ বলেছেন, গত দুই বছর আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল। সেই সময়ে আমি অনেক কিছু শিখেছি, আশা করি এই শিক্ষা আমার ক্যারিয়ারে কাজে দেবে। আমি যদি ফিটনেস ধরে রেখে দক্ষতার সঙ্গে খেলতে পারি তাহলে আরও ১২ বছর পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারব।

শেহজাদের এমন বক্তব্যের পর ইউটিউব ভিডিওতে জাভেদ মিঁয়াদা বলেছেন, শেহজাদ আপনি মাত্র ১২ বছর না আরও ২০ বছর খেলতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, তবে আপনাকে প্রতিদিন পারফর্ম করতে হবে।

পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল এ ব্যাটসম্যান আরও বলেন, খেলোয়াড়দের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া উচিত নয়। এমন কথা বলার চেয়ে মাঠে নিজের পারফরম্যান্স করে প্রমাণ করা উচিত।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিঁয়াদাদ আরও বলেন, অন্য দেশে খেলোয়াড়রা সিরিজভিত্তিতে নির্বাচিত হয়। শুধু পাকিস্তানে মাত্র একটি সেঞ্চুরির ভিত্তিতে ১০টি ম্যাচ খেলা যায়। এটা অদ্ভূত নিয়ম। তাছাড়া পাকিস্তান সুপার লিগের সবশেষ ৭ ম্যাচে আপনার গড় দশের নিচে। অন্তত চারটি ম্যাচে আপনার ভালো পারফরম্যান্স করা উচিত ছিল।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here