অস্ট্রিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

0
54

বাংলা খবর ডেস্ক: অস্ট্রিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দেশটির রাজধানী ভিয়েনার বাংলাদেশ দূতাবাসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

বাংলাদেশ দূতাবাসের প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম আবু জাফর, চার্জ দ্যা অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, আওয়ামী লীগ নেতা রুহি দাস সাহাসহ প্রবাসী বাংলাদেশিরা।

আলোচনা সভায় রাষ্ট্রদূত এম আবু জাফর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময়জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here