নিউইয়র্কের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ভাইরাস মুক্ত

0
65

বাংলা খবর ডেস্ক: নিউইয়র্কে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ভাইরাস মুক্ত হয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রথম রোগীর রোগ মুক্তির খবর দেন নিউইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্র কুওমো।

কুওমো বলেন, নিউইয়র্কের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নারী বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাস মুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর।

কওমো সেই নারীর প্রশংসা করে বলেন, তিনি একজন স্বাস্থকর্মী হিসেবে জানতেন কিভাবে নিজেকে সবার থেকে পৃথক করে রাখতে হয়। এ জন্য তিনি নিজে সচেতনভাবে কোনো গণপরিবহন ব্যবহার না করে নিজের গাড়ীতে করে বাড়ি ফিরেছিলেন। নিজের বাড়িতে তিনি নিজেকে সঙ্গরোধ করে রেখেছিলেন।

সেই ৩৯ বছর বয়সী নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে ফিরে এসেছিলেন ম্যানহাটনে। সে স্বাস্থ্যসেবা কর্মী কোনো হাসপাতালে ভর্তি না হয়ে জনবিচ্ছিন্ন হয়ে নিজের বাড়িতে অবস্থান করে সুস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here