বিদ্যার বাজিমাত

0
126

বাংলা খবর ডেস্ক:
সোমবার থেকে ভারতের নানা প্রান্তে লকডাউন তুলে নেয়া হলেও, করোনা সংক্রমণ এড়াতে বাড়িতে থাকছেন অনেকেই। আর গৃহবন্দি অবস্থায় সিনেমা দেখার চেয়ে ভাল বিকল্প খুব কমই আছে! আর করোনার এই সময়ে নিজের নতুন ছবির মাধ্যমে বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার নতুন ছবির নাম ‘নটখট’। তবে পূর্ণদৈর্ঘের নয়, ৩৩ মিনিটের শর্ট ফিল্ম ‘নটখট’-এর পরতে পরতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের গল্প। সম্প্রতি মুম্বই চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটির। ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এরইম মধ্যে ছবিটির মাধ্যমে দারুণ প্রসংশা কুড়াচ্ছেন বিদ্যা।
উচ্ছ্বসিত বিদ্যার ভাষায়, এই প্ল্যাটফর্মে ছবিটি দেখাতে পেরে ভীষণ খুশি, উত্তেজিত। ছবিটা আমার কাছে খুবই স্পেশ্যাল, খুব সময়োপযোগী একটা বিষয় তুলে ধরেছে।
ছবিটির ফার্স্ট লুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে বিদ্যা বালন লেখেন, একটা গল্প শুনবেন? এটাই বিদ্যার প্রথম শর্ট ফিল্ম।

রণি স্ক্রুওয়ালার সঙ্গে সহ-প্রযোজনা করেছেন তিনি। ‘ডার্টি পিকচার’ তারকাকে শেষ পর্দায় দেখা যায় ‘মিশন মঙ্গল’-এ। মুক্তির অপেক্ষায় শকুন্তলা দেবীর বায়োপিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here