করোনায় ইতালিতে রেকর্ড: ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

0
41

বাংলা খবর ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘন্টায় শুক্রবার আরও ৬২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন। দিনের পর দিন দেশটিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। আতঙ্ক বেড়ে যাচ্ছে জনমনে। ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে জনগণকে সুরক্ষা দিতে।

ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরাও সীমিত করা হয়েছে। তবু যেন মৃত্যু থামছেনা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৮৬ জন। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতংক বেড়েই যাচ্ছে। ভয়-আতংকে দিন যাপন করেছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

করোনায় বাড়ছে গুরুতর অসুস্থ রোগী বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও, মোট সুস্থ হয়েছে ৫ হাজার ১শ ২৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ হাজার ৮শ ৬০ এর আগে ছিল ৩৩ হাজার ১শ ৯০ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ২১ জন গতকাল পর্যন্ত ছিল ৪১ হাজার ৩৫ জন যা আগের তুলনায় বেশি। এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। দেশের জনগনের আর্থিক সমস্যা মেটাতে ভিন্ন ভিন্ন খাতে বরাদ্দ দিচ্ছেন এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন বিভিন্ন খাতে। দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার।

ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায় সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ। এদিকে বৃহস্পতিবার একদিনে ৫ চিকিৎসক মারা গেছে। এনিয়ে মেট ১৩ জন চিকিৎসক মারা যান দেশটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here