রাজশাহীতে কোয়ারেন্টাইন না মানায় দুজনকে জরিমানা

0
48

বাংলা খবর ডেস্ক: রাজশাহীতে হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগে চীনফেরত প্রবাসীসহ দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) রাজশাহীর কুমারপাড়া এবং জেলার বাগমারা উপজেলা সদরে এ অভিযান চালানো হয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় এক চীন প্রবাসীকে কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে জেলার বাগমারা উপজেলা সদরে হকং প্রবাসী এক ব্যক্তিকে একই কারণে বিকালে একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here