করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল টোকিও অলিম্পিকস

0
62

বাংলা খবর ডেস্ক:
২৪শে জুলাই জাপানের টোকিওতে যে ২০২০ অলিম্পিক গেমস শুরু হবার কথা ছিল উদ্যোক্তারা করোনাভাইরাস মহামারির কারণে তা এক বছর পিছিয়ে দিতে রাজি হয়েছেন। বিবিসি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই পদক্ষেপে সম্মত হয়েছে।

“আমি এই গেমস এক বছর পিছিয়ে দেবার প্রস্তাব করেছিলাম এবং আইওসি-র প্রেসিডেন্ট টমাস বাখ এতে তাঁর ১০০ ভাগ সম্মতি আছে বলে জানিয়েছেন,” বলেন মি. আবে।

এই এক বছরের স্থগিতাদেশ টোকিও প্যারালিম্পিক গেমসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী আবে আরও বলেন, “এর ফলে অ্যাথলেটরা আরও ভাল পরিস্থিতির মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এছাড়া দর্শকদের জন্যও এই গেমসের আয়োজন আরও নিরাপদ হবে”।

ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজ এই প্রতিযোগিতার বিষয়টি নিয়ে একটি বৈঠকে বসার কথা ছিল।

ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিউ রবার্টসন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে তারা টোকিওতে ব্রিটিশ অ্যাথলেটদের পাঠাতে চায় না।

বিবিসির ক্রীড়া সংবাদদাতা অ্যালেক্স ক্যাপস্টিক জানাচ্ছেন “অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোন অলিম্পিক গেমস স্থগিত করা হলো। যুদ্ধের সময় অলিম্পিক বাতিল করা হয়েছিল, কিন্তু কখনই স্থগিত করা হয়নি”।

“এই মুহূর্তে তারা বলছে, তারা ২০২১-এর গ্রীষ্মে এই প্রতিযোগিতার আয়োজন করবে। তাদের জন্য এটা হবে বিশাল একটা চ্যালেঞ্জ। এত বড় মাপের একটা প্রতিযোগিতার আয়োজন স্থগিত করা সহজ কোন বিষয় নয়,” বলছেন বিবিসির ক্রীড়া সংবাদদাতা। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here