মৌলভীবাজারে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
76

বাংলা খবর ডেস্ক: মৌলভীবাজারে শুরু হয়েছে অস্বচ্ছল ও অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই জেলায় প্রাথমিকভাবে চার হাজার ৪শত জনের তালিকা করা হয়েছে। সাত উপজেলায় খাদ্য সহায়তা দিতে ৪৪ মেট্রিক টন চাল এবং নগদ চার লাখ ৪৪ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে জেলা প্রশাসন।

করোনা ভাইরাস প্রকোপের সংকটকালীন সময়ে অতি দরিদ্র, কর্মহীন বেকার ও অসচ্চল পরিবারের মাঝে শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ কার্যক্রমের আওতায় পৌর এলাকার ১১০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি সাবান, আধা লিটার তেল ও আধা কেজি লবন ।

পর্যায় ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে খাদ্য সহায়তা বিতরণে সেনা বাহিনীর একটি দল অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here