আমরা এখন

0
605


দর্পণ কবীর

আমরা এখন প্রহর গুনি
বন্দিঘরে কান পেতে রই
হাওয়ায় গুমোট কান্না শুনি।

পা ডুবিয়ে আন্ধকারে
চোখের জলে-হাহাকারে
লাশের শুধু সংখ্যা গুণন
মরছি তবু লড়ছি এবং
বেঁচে থাকার স্বপ্ন বুনি।

সভ্যতা কি, মানবতা
ধর্ম নিয়ে যত কথা
ওসব ভুলে, গুপ্ত ঘাতক
গাইছে যে গান-কোরাস শুনি।

বাড়ি কিবা হাসপাতালে
শত্রু কে যে, কী পাঠালে!
করোনাকে বশ মানাতে
আসবে জানি, সে বা উনি।

যতই ভয়ে কুকড়ে থাকি
আশার প্রদ্বীপ জ্বালিয়ে রাখি
কেউ তো এসে জানাবে ঠিক-
‘প্রতিষেধক বের করেছি!’

অতীতেও মানুষ মরে
হেরে-হেরে যায়নি সরে,
মানুষ সবার ‘শ্রেষ্ঠ’ বলে
এক হতে আজ হাত ধরেছি।

২৯ মার্চ, ২০। নিউইয়র্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here