শুনছো কি তুমি ঈশ্বর

0
303


শামসুদ্দিন হারুন

তোমার কথা আমি বলে যাবো দীঘল পথের কাছে
যে পথ সাক্ষী আছে, কতোটা পথ হেঁটে গেছি আমরা দুজন।

অরণ্যের কাছে গিয়ে তোমার গল্প হবে, কি রকম হতো খুনসুটি
বৃক্ষের কানে কানে বলবো কিছু গোপন কথা তোমার-আমার
মেঘের পকেটে রেখে যাবো তোমার জন্যে লেখা মহাকাব্য
মেঘকেই শোনাবো বেসুরো গলায় তোমার জন্যে গাওয়া গান।

হিমালয় আরও ঘনিভুত হোক আরও জমাট বাঁধুক হীমেল দহন
আমারই মতোন করে মেঘ বৃষ্টি ছুঁয়ে থাকুক তোমার চিবুক
কাঠ ঠোকরা পাখির স্বভাব আমি রেখে যাবো শালিকের ঠোঁটে
খুঁটে খুঁটে খাবে শালিক খুঁটে খুঁটে খাবে ভালোবাসার পলি মাটি।

সাহারার ধূসর বালি, তাকেই বলে যাবো উত্তপ্ত মরুর বুকে
কতোখানি আমি বিলিয়েছি বৃষ্টির কণা, কতোবার বয়ে গেছে ধূলিঝড়
পিরামিড জানে কতোটা জমিয়েছি আমি স্মৃতির অক্ষয় মমি
স্ফিংসকে বলে যাবো কতো শ্রমে বানিয়েছি আমি তোমার মূর্তি খানি।

অতঃপর
আমি ঈশ্বরের প্রতি নিবিষ্ট হই তোমার জন্যে
অতঃপর
আমি ঈশ্বরের কাছে নতজানু হই তোমার জন্যে
অতঃপর
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার জন্যে।

এবং আমি
ঈশ্বরের কাছে চাই তোমার ভালো হোক
এবং আমি
ঈশ্বরের কাছে চাই প্রতিদিন তোমার ভালো হোক
এবং আমি
ঈশ্বরের কাছে ভিক্ষে চাই প্রতিক্ষণ তুমি ভালো থাকো ।

ওহে
ঈশ্বর তুমি কি শুনছো ? হে মহান ঈশ্বর শুনছো কি তুমি ?
নাকি
আমাকে নিয়ে আরও খেলবে বলে কেবলই কাঁপাবে ভূমি !

তবুও বলি
আবারও বলি
হে আমার ঈশ্বর, সারা দিন সারাক্ষণ তাকে ভালো রেখো
আমার সবটুকু দিয়ে তুমি তাকে ভালো রেখো ভালো রেখো !

২১ আগস্ট ২০২০ ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here