একই পরিবারের সদস্যরা গাইলেন ‘উই আর দ্য ওয়ার্ল্ড’

0
210

বাংলা খবর রিপোর্ট, নিউইয়র্ক:
মাইকেল জ্যাকশনের বিখ্যাত ট্র্যাক ‘উই আর দ্য ওয়ার্ল্ড’। আর এ গানটি গেয়েছেন একই পরিবারের সদস্যরা। তারা হলেন চিত্রা সুলতানা, সুমন, শওকত আলী ইমন, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, পুষ্পিতা, নওরীন, ফারশিদ, ইয়ানি, উর্বানা ও লুবাইনা। বর্তমান করোনা পরিস্থিতিতে সময়োযোগি পরিবেশিত এ গানটি হোম কোয়ারেন্টাইনে থাকা সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এ পরিবারের অপর সিনিয়র সদস্য রেহানা সুলতানা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ ছেলের বাসায় অবস্থান করছেন। বাংলাদেশ শিশু একাডেমির সাবেক এ কর্মকর্তা বাংলা খবরকে জানালেন, দেশে থাকলে তিনিও পরিবারের সদস্যদের সাথে এ সঙ্গীতে অংশ নিতেন। উল্লেখ, রেহানা সুলতানা ইতমেধ্যে গীটার বাদক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশ ও নিউইয়র্কয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি শে’তে তিনি অংশ নিয়েছেন।


গীটার বাজাচ্ছেন রেহানা সুলতানা

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত পরিবার এটি। যেকোনো উপলক্ষ ছাড়াই ফেসবুকে তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন ঘরোয়া গানের আড্ডা আসরে। হয়তো একুশে ফেব্রুয়ারিতে একসঙ্গে সমস্বরে গাইছেন ভাষার গান, ১৬ ডিসেম্বরে বিজয়ের গান। দেশের সর্ববৃ্হত এ সংগীত পরিবারেও বর্তমান এ করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা রয়েছে । তাই তারা শুধু পরিবারের সদস্যরা মিলে কাভার করেছেন খুব সময়োপযোগী মাইকেল জ্যাকশনের বিখ্যাত ট্র্যাক ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ এ গানটি। এ পরিবারের সদস্যরা স্ব স্ব ক্ষেত্রে সংগীতের সঙ্গে স্বমহিমায় সম্পৃক্ত। কেউ পরিবারের উত্তর প্রজন্ম। সমসাময়িক এই উদ্যোগ নিয়ে কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন বলেন, ‘মাইকেল জ্যাকশনের এই গানটি যে একেবারেই এই সময়ের কথাটাই বলে। সেই ভাবনা থেকেই কাভার করা। আমরা তো সারাদিন গানের ভেতরেই থাকি। তাই এই হোম কোয়ারেন্টাইনের সময়টাকে অর্থবহ করে তুলতেই কাভার করার পরিকল্পনা নিয়েছি। আল্লাহ আমাদের সকলকে সঙ্কটমুক্ত রাখুক। সুস্থ হোক গোটা পৃথিবী। এটাই আমাদের প্রার্থনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here