২৪ ঘণ্টায় ৩৫ নতুন করোনা রোগী শনাক্ত

0
59

বাংলা খবর ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

এর আগে সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, নতুন করে আরো ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১১৭ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ৭৭ হাজার ২০৪ জন। ২০৮টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ৬৯ হাজার ৫৬৮জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here