সুখবর: চট্টগ্রামে ৮৮ নমুনা পরীক্ষা, ফল ‘নেগেটিভ’

0
83

বাংলা খবর ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) বুধবার আরও ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় সবার ফল করোনা ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

বিআইটিআইডি সূত্র বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, চট্টগ্রামে মঙ্গলবার ও বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ৮৯টি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছিল। কিন্তু একজন রোগী ওষুধ খেয়ে সুস্থ্য হওয়ায় ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর সবকটির ফলাফল নেগেটিভ এসেছে।

বিআইটিআইডি সূত্র জানায়, এর আগে মঙ্গলবার পর্যন্ত ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার ও বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নতুন করে আরও ৮৮টি নমুনা পরীক্ষা হওয়ায় মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ এ। এর মধ্যে ২৪৮ টি নমুনার ফলাফল নেগেটিভ ও দুইটি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here