গণমাধ্যমের জন্য গুগলের ‘ত্রাণ তহবিল’

0
56

নিউজ ডেস্ক: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ‘স্থানীয় কয়েকটি’ সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে ‘জরুরি ত্রাণ তহবিল’ দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে। ঠিক কত টাকার তহবিল দিয়ে সহায়তা করা হচ্ছে, সেটি স্পষ্ট করেনি ইন্টারনেট জায়ান্ট গুগল।

বুধবার বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কয়েক হাজার ডলারের তহবিল দিয়ে কয়েক হাজার নিউজরুমের কার্যক্রম সচল রাখতে সাহায্য করা হবে।’

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অধিকাংশ সংবাদমাধ্যমের আয় কমেছে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান আবার বকেয়া টাকাও তুলতে পারছে না।

গুগল নিউজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড জিনগ্রাস বিবৃতিতে বলেন, ‘সময়ের সঙ্গে মানুষকে যুক্ত করতে স্থানীয় সংবাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কভিড-১৯ মহামারীর এই সময়ে সেটি আরও বেশি দরকার। তাই স্থানীয়দের জন্য যারা আসল সংবাদ সরবরাহ করে তাদের আমরা ফান্ড দেব।’

‘কারা, কীভাবে ফান্ড পাবে, সেটি আমরা সব প্রক্রিয়া শেষ হলে ঘোষণা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here