নিউইয়র্ক শহরের লকডাউনের সময়সীমা বাড়লো ১৫ মে পর্যন্ত

0
91

বাংলা খবর ডেস্ক:
করোনার ভয়াল থাবায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশে রাজধানী নিউইয়র্কের অবস্থাই সবচেয়ে খারাপ। সেখানে মৃত ও আক্রান্ত সবচেয়ে বেশি। তাই করোনা রোধে লকডাউনের সময়সীমা বাড়ালো নিউইয়র্ক। নিউইয়র্ক টাইমস

শেষ কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কম হলেও কোনও রকমের ঝুঁকি না নিয়ে আগামী ১৫ মে অবধি নিউইয়র্ক শহর লকডাউনের ঘোষণা করেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো।

সাংবাদিক সম্মেলনে কুওমো বলেন, অন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ১৫ মে অবধি লকডাউন বাড়ানো হল নিউইয়র্কে। তিনি বলেন, যে সকল নাগরিক বিশেষ সেবার আওতায় তারা ব্যাতিত সবাইকে বাড়িতেই থাকতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রেও জোর দেয়া হয়েছে। দ্যা হিল

নিউইয়র্কে ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ১৯৮ জন। এদের মধ্যে ১৭ হাজার মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার জন মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজারেরও বেশি ও সেরে উঠেছেন ৫৭ হাজারের বেশি। সব মিলিয়ে ট্রাম্পের দেশের চিত্রটা যথেষ্ট ভয়াবহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here