পলাশে চতুর্থ করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

0
52

নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে। তিনি নরসিংদী সদর হাসপাতালে কর্মরত রয়েছেন।

শুক্রবার রাতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, করোনা সন্দেহে বৃহস্পতিবার ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই দিন বিকেলেই তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট আসে ।

তিনি আরো জানান, করোনায় আক্রান্ত নারীকে বাসায় নাকি হাসপাতালে নিয়ে রাখা হবে সেই বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. জহিরুল আলম জানান, ওই নারীর করোনা আক্রান্তের খবর পেয়ে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই বাড়ি থেকে কোন ব্যক্তি বের হতে ও ঢুকতে পারবেন না।

এদিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের করোনা আক্রান্ত প্রথম রোগী শুক্রবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া আক্রান্ত অন্য দুইজন এখনও চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here