জনসমাগম ঠেকাতে ব্যর্থ সরাইলের ওসিকে অব্যাহতি

0
104

নিউজ ডেস্ক: লকডাউন উপেক্ষা করে শনিবার (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। তবে চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঝুঁকির মাঝেও জনসমাগম ঠেকাতে ব্যার্থতা প্রকাশ করায় সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে ওই এলাকার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই শনিবার সকালে মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষ গা ঘেঁষাঘেষি করে অংশ নেয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে রাতে পুলিশ সদরদপ্তর এ পদক্ষেপ নেয়।

সদরদপ্তর থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারেননি ওই ওসি। ফলে তাকে সরাইল থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে জনসমাগমের পর ওসি মো. শাহাদাৎ বলেন, জানাজায় এত লোক হবে আমরা চিন্তাও করতে পারিনি। লোকজন আসতে শুরু করার পর আমাদের কিছুই করার ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here