১৩০ কোটি ভারতীয়কে খুশি রাখতে চান শোয়েব

0
68

নিউজ ডেস্ক: ২০০৩ সালের ১ মার্চ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টান টান উত্তেজনায় ভরা ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে জেতে টিম ইন্ডিয়া। ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ব্যাট হাতে ৭৫ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টেন্ডুলকার। তার ১৪৫ মিনিটের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা ছিল। একমাত্র ছক্কাটি লিটল মাস্টার মারেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারকে।

ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পয়েন্টের ওপর দিয়ে আপার কাটে ওভার বাউন্ডারি হাঁকান টেন্ডুলকার। সেই আপার কাট ছক্কাটি ক্রিকেট ইতিহাসে আইকনিক হয়ে রয়েছে।

সেটির কথা শোয়েবকে মনে করিয়ে দেন পাকিস্তানের এক সাংবাদিক। ওই স্মৃতি মনে হতেই চোখ বড় বড় হয়ে যায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।

এর পর তিনি বলেন, টেন্ডুলকার আমার খুব ভালো বন্ধু। খুবই ভদ্র একজন মানুষ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেঞ্চুরিয়নে আমাকে আপার কাটে বিশাল ছক্কা মেরেছিল সে। সেই ছক্কা দেখে পুরো ভারত খুশি হয়েছিল।

সর্বকালের দ্রুতগতির বোলার আরও বলেন, আমার মনে হয়, ভারতের ক্রিকেটভক্তরা প্রতিদিনই সেই ছক্কাটি ইউটিউবে দেখেন। আমি যদি আগে জানতাম ওই একটা ছক্কা ১৩০ কোটির দেশকে এত খুশি করবে, তা হলে প্রতিদিনই টেন্ডুলকারের কাছে একটা করে ছয় খেতাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here