লকডাউনে দেশের বেশ ক’জন শিল্পী কলকাতায় আটকা

0
41

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বিশ্বের বহু দেশেই চলছে লকডাউন। তবে এর আগেই চলচ্চিত্রের কাজে গত ১৬ ফেব্রুয়ারি কলকাতায় গিয়েছিলেন অভিনেতা ইমতু রাতিশ, শিপন মিত্র ও সাঞ্জু জনসহ ১৫ জন কলাকুশলী। কিন্তু ভারতজুড়ে লকডাউনের কারণে তাদের আর দেশে ফেরা হয়নি। দুই মাসেরও বেশি সময় ধরে কলকাতায় আটকা আছেন তারা। এমন কি তাদের কারও হাতে পাসপোর্টও নেই।

জানা গেছে, পরিচালক ইফতেখার চৌধুরীর একটি ভূতের ছবির শুটিংয়ের জন্য তাদের আইসল্যান্ড যাওয়ার কথা ছিল। ভিসার জন্য তারা কলকাতায় যান। ভিসার জন্য তাদের পাসপোর্ট জমা দেওয়া হয় আইসল্যান্ড অফিসে, যা এখনও ফেরত পাননি শিল্পীরা।

সাঞ্জু জন বলেন, ‘আমরা যখন ভারতে আসি, তখন পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু আইসল্যান্ড অফিসে পাসপোর্ট জমা দেওয়ার কিছুদিন পরই করোনার প্রভাব পড়তে শুরু করে। এরমধ্যে জনতা কার্ফ্যু ও লকডাউন শুরু হয়ে যায়। আমরা কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছি। লকডাউনের কারণে আমাদের পাসপোর্টগুলো আটকে আছে দিল্লি অফিসে। এখন কবে যে ফিরতে পারবো, বলা মুশকিল।’

এদিকে, আজ থেকে সরকারি বিশেষ ব্যবস্থায় ভারতে থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। তবে হাতে পাসপোর্ট না থাকায় তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here