করোনা আক্রান্তদের জন্য বাড়ি ছাড়ছেন ন্যান্সি

0
38

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবা দিতে নেত্রকোনায় নিজ বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিষয়টি নিশ্চিত করেছেন এই কণ্ঠশিল্পী নিজেই।

ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারও উপকারে আসে, তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া। করোনার এই মহামারিতে যতদিন দরকার, ততদিন বাড়িটি জনস্বার্থে ব্যবহার করতে পারবে প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন, তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার চাইলে আইসোলেশনের জন্যও এটি কাজে লাগাতে পারেন।’

উল্লেখ্য, নেত্রকোনায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরী উপজেলা ৪ জন, কেন্দুয়া উপজেলায় ১ জন, মোহনগঞ্জ উপজেলায় ২ জন, কলমাকান্দা উপজেলায় ২ জন ও আটপাড়া উপজেলায় ১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here