ঢাকায় করোনা শনাক্ত বেশি রাজারবাগে

0
71

নিউজ ডেস্ক: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুযায়ী, ঢাকার ভেতরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে—এমন রোগীদের সংখ্যা বেশি রাজারবাগে। এরপরই আছে মোহাম্মদপুর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে আইইডিসিআর তাদের ওয়েবসাইটে করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক করোনা রোগী ঢাকায় শনাক্ত হয়েছে। ঢাকা শহরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। যা মোট শনাক্তের ৩৬.৩৪ শতাংশ। সারা দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন।

ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্তের সংখ্যা ১ হাজার ২২৩। ঢাকার পর এই বিভাগের অন্যান্য জেলার মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে। এরপর গাজীপুর ও কিশোরগঞ্জে। এই তিন জেলায় শনাক্তের সংখ্যা যথাক্রমে ৪৬৯, ২৬৯ ও ১৪৬ জন।

ঢাকায় শীর্ষে রাজারবাগ
ঢাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যার দিক থেকে এখন রাজারবাগ শীর্ষে। এখানে ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে মোহাম্মদপুরে ৪৪ জন। আর লালবাগ ও যাত্রাবাড়ী ৩৫ জন করে।

এক নজরে দেখে নেই ঢাকায় কোথায় কতজন করোনা আক্রান্ত-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here