ধান কেটে কৃষকের বাড়ি তুলে দিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ

0
45

নিউজ ডেস্ক: করোনার কারনে শ্রমিক সংকটে ভুগছে ময়মনসিংহের চাষীরা। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও অসহায় কৃষক তাদের জমির পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। এমন সময় সব কিছু উপেক্ষা করে সকল অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

শুক্রবার (২৪ এপ্রিল) দিনভর নগরীর রহমতপুর এলাকার ১৫৭ শতক জমির ধান কেটে দেয় ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতাকর্মীরা। পরে কৃষকদের বাড়ির উঠোনেও রেখে আসেন ধান।

কৃষক রাজ্জাক মিয়া বলেন, শ্রমিক না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল স্বপ্নের ফসল। যুবলীগ নেতাকর্মীরা যেভাবে ধান কাটায় সহযোগিতা করছেন তা কখনো ভোলার নয়।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, কেন্দ্রের নির্দেশ এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি আমিনুল হক শামীম ও সিটি মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায় আমরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছি। সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here