রাজশাহীতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ১৪ জন হাসপাতালে

0
52

নিউজ ডেস্ক: জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একজনকে সংক্রমক ব্যাধি হাসপাতালে, দুইজনকে খ্রিস্টান মিশন হাসপাতালে এবং ১১ জনকে রামেক হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, অন্যান্য রোগের সঙ্গে যাদের জ্বর রয়েছে তাদের ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর যাদের জ্বর, সর্দি, কাশি আছে তাদের মিশন হাসপাতালে এবং জ্বর, সর্দি, কাশির সঙ্গে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের আইডি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদের মধ্যে আইডি ও মিশন হাসপাতালের রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রাজশাহীতে এ পর্যন্ত ১ হাজার ৬৬০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়। এর মধ্যে ১ হাজার ৩২৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৩৪ জন। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৬৫ জন, বাঘায় ৩৯ জন, পুঠিয়ায় ৪৭ জন, দুর্গাপুরে ৫১ জন, বাগমারায় ২৯ জন ও তানোরে ১০৩ জন। রাজশাহীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজন চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here