হট্টগোলের গল্প নিয়ে নাটক

0
41

নিউজ ডেস্ক: একটি স্বশিক্ষিত গ্রাম। সবকিছুই ভালো চলছে। গ্রামে তিনজন ডাক্তার রয়েছে। এর মধ্যে একজন হোমিওপ্যাথি, একজন এলোপ্যাথি ও একজন হারবাল। হঠাৎ একটি পরিবার অসুস্থ হয়ে যায় কিন্তু তিনজন ডাক্তার থাকা সত্ত্বেও সেই পরিবারকে চিকিৎসা করানোর জন্য গ্রামের কেউ রাজি হয় না।

এই চিকিৎসা নিয়ে শুরু হয় নানা হট্টগোল। এমনই নানা হট্টগোলের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’। স্বাধীন শাহ্ রচনায় এটি নির্মাণ করেছেন ইমরান হাওলাদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আখম হাসান, সাজু খাদেম, জেনী, হান্নান শেলী, আমানুল হক হেলাল প্রমুখ।

নির্মাতা জানান, সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ‘ভিলেজ হট্টগোল’ প্রচার হবে আরটিভিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here