দেশে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

0
63

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। জসিম উদ্দিন (৪০) নামের ওই কনস্টেবল ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এই পুলিশ কনস্টেবল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওয়ারী থানার এসআই রুবেল মল্লিক জানান, কনস্টেবল জসিম ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৫ এপ্রিল ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

এরপর তাকে ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে রাখা হয়। গতকাল সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, মৃত্যুর পর বুধবার সকালে জসিমের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। তবে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here