নিষিদ্ধ হলেন সাকিবকে ফাঁদে ফেলা দিপক আগারওয়াল

0
70

নিউজ ডেস্ক: দুর্নীতি বিরোধী তদন্তে আইসিসিকে বাধা দেয়ায় টি-টেন এর দল সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার দিপক আগারওয়ালকে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। তবে এই দুই বছরের মধ্যে ছয় মাসের শাস্তি মওকুফ পেয়েছেন তদন্তে কিছুটা সহযোগিতা করায়।

২০১৮ সালে এক জুয়াড়ি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন দিপক আগারওয়ালকে। এক পর্যায়ে তার নামসহ এসএমএস ডিলিট করে দিতে বলেন এই ভারতীয় ব্যবসায়ী। প্রমাণ নষ্ট করে দেয়ায় এই শাস্তি দেয়া হয়েছে সিন্ধিস ফ্র্যাঞ্চাইজির কর্ণধারকে।

যে ধারা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিলো, সেটি হলো তদন্তে সহায়ক হতে পারে এমন কোনো দলিল নষ্ট করা বা গোপন করা কিংবা বিকৃত করে তদন্ত কাজে বাধার সৃষ্টি করা বা তদন্তে দেরি করানো। অভিযোগ ও শাস্তি দুটিই মেনে নিয়েছেন আগারওয়াল।

বছর খানেক আগে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফাঁদে ফেলার চেস্টা করেছিলেন এই আগারওয়ালই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here