ছেলেমেয়েসহ করোনায় আক্রান্ত পাকিস্তানের স্পিকার

0
82

নিউজ ডেস্ক: একদিনে প্রায় হাজার জনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে পাকিস্তানে। আক্রান্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। মেয়ে ও ছেলেসহ করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আসাদ কায়সারের কোভিড-১৯ টেস্টের পজিটিভ আসে।

পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার নিজেই টুইট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

দিন কয়েক আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপালও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধ প্রদেশ।

বিশ্বের করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here