লিখতে বাধ্য হলাম

0
308


শফিকুল ইসলাম:

এ যেন চিকিত্সা ব্যবস্থা মানে যেমন খুশি তেমন সাজো। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার সময় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নানা ফিকির শেষ করে ভর্তি হই। আশ্চর্যের ব্যাপার এখন পর্যন্ত আমার জ্বর বা শরীরের তাপমাত্রা রেকর্ড করা হয় নি। কোনো একজন চিকিৎসক দেখতে আসেননি! কেবল সাহসী সেবক সিরাজ আমাকে দয়াপরবশ হয়ে অক্সিজেনের মাস্ক লাগিয়ে দিয়ে গেছেন। সেই অবধি আর কোনো প্রাণী সৃষ্টির সেরা জীবকে দেখতে আসেননি। ওয়ার্ডের পরিবেশ না হয় নাকি বললাম। অথচ আমাকে যেখানে রাখা হয়েছে সেখানে সর্বসাকুল্যে আমি সহ ৬ জন রোগী। এখনো কারোই করোনা শনাক্ত চূড়ান্ত হয়নি। করোনা না হলেও রোগীর প্রতি এমন বৈষম্যমূলক আচরণ কীসের বার্তা দেয়? প্লিজ কোনো সাংবাদিক ভাই বোন আইইডিসিআর, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারকে প্রশ্ন করতে পারেন? তারা যেহেতু চিকিৎসা সেবা যথেষ্ট পরিমাণে দিয়ে যাচ্ছে।

লেখক: সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here