নিকৃষ্ট অবস্থা এখনও আসেনি – কাদের

0
72

বাংলা খবর ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার ফেসবুক টাইমলাইনে গত ১ মে মন্তব্য করেছেন, ‘‘দি ওয়ার্স্ট ইজ ইয়েট টু কাম।’’ অর্থাৎ নিকৃষ্ট অবস্থা এখনও আসেনি।

গত ১ মে সকাল ১১ টা ৪৮ মিনিটে একটি বাক্যে দেয়া এটিই তার সর্বশেষ পোস্ট। এই পোস্টের সঙ্গে তিনি তার ১৯টি নতুন আলোকচিত্র যুক্ত করেছেন। এর আগের পোস্টের তারিখ ২৬ এপ্রিল, ২০২০।

এতে তিনি মন্তব্য করেন : লাইফ উইল নট বি দ্যা সেম এগেইন। অর্থাৎ জীবন আগের মতো থাকবে না। এই পোস্টের সঙ্গে তিনি তার ৯টি আলোকচিত্র যুক্ত করেন।
ওবায়দুল কাদেরের পোস্টের প্রতিক্রিয়ায় উম্মে মরিয়ম লিখেছেন, ‘‘ বাট উই আর অল প্রিপেয়ার্ড টু এম্ব্রেস দ্য ওয়ার্স্ট।’’ জেসমিন শামিমা নিঝুম : ‘স্মার্ট লিডার’। খালিদ রাফসান রহমান : ‘স্যার আমরা হার্টের রোগী, এরকম ভয়ংকর ক্যাপশন দিবেন না’। দেব দুলাল গুহ: ‘নেতা বাইরে বের হলেই মাস্ক পরবেন। বাতাসে ভাইরাসের ড্রপলেট ভেসে বেড়াচ্ছে’। মুহাম্মদ কামরুজ্জামান মিয়াজী : ‘আমরা নিকৃষ্টকে মোকাবেলা করতে সকলেই প্রস্তুত। ইনশাল্লাহ কিছুই ঘটবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here