লকডাউনে রুমির সাত দিনে সাত গান

0
71

বাংলা খবর ডেস্ক:
করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশে রোজ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই সময়ে সবাই বাসায় অবস্থান করছেন। কারণ সামাজিক দুরত্ব মেনে চলাকেই করোনাভাইরাস প্রতিরোধের বড় উপায় বলা হচ্ছে। অন্য সবার মতো শোবিজ তারকারাও এই সময়ে বের হচ্ছেন না। বাসায় থেকে ভক্তদের সচেতন থাকার আহবান জানাচ্ছেন। জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমিও এক মাসের বেশি সময় ধরে বাসায় থাকছেন। তবে বাসায় থাকলেও গান থেমে নেই এই তারকার।

ভক্তদের করোনা বিষয়ে সচেতন করার পাশাপাশি এই লকডাউনের সময়ে বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সাত দিনে প্রকাশ করেছেন সাতটি গান। এগুলোর কথা সুর ও সংগীত রুমির নিজেরই করা। গানগুলোর শিরোনাম হলো- বৃষ্টি হয়ে, ছোট্ট ভূবন, ধোঁয়া ধোঁয়া, ইয়া ওয়ালিউল, রংধনু সাজে, মহারাজ ও মনের মানুষ। এ বিষয়ে আরফিন রুমি বলেন, এখন রমজান চলছে। ইবাদতের পাশাপাশি তাই আমার ভক্তদের জন্য গত সাত দিনে সাতটি গান প্রকাশ করলাম। সাতটি গান সাত রকমের। বেশ ভালো সাড়াও পাচ্ছি গানগুলো থেকে। সময়ের সাথে গানগুলো ভালো অবস্থানে যাবে বলেই আনার বিশ্বাস। রুমি আরো বলেন, করোনার এই পরিস্থিতিতে বাসায় থাকার কোনো বিকল্প নেই৷ সবারই উচিত বাসায় থেকে আল্লাহর ইবাদত করা। বেশি বেশি দোয়া করা যেন এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর এর বাইরে যে যে কাজ পছন্দ করে সেটাও করা উচিত। তাহলে লকডাউনে ভালো সময় কাটবে। আমি সবাইকে অনুরোধ করবো বাসায় থাকতে। যে যে নিয়মের কথা বলা হচ্ছে সেসব মেনে চলতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দ্রুতই এই অবস্থা থেকে পরিত্রাণ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here