ব্যাটে বল না লাগলেই গালাগাল করে কোহলি : আল-আমিন

0
84

বাংলা খবর ডেস্ক:
ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটসম্যান হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, দিনে দিনে তার কীর্তি আরও বেড়ে চলছে।তবে মাঠের আরচরণ নিয়ে তার ওপর বিরক্ত সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা পর্যন্ত। খোদ ভারতের সাবেক ক্রিকেটাররা কোহলির আচরণ পছন্দ করেন না। এবার বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন তার বিরুদ্ধে স্লেজিংয়ের অভিযোগ আনলেন। এই কয়দিন আগেই রুবেল হোসেনও কোহলির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন।

প্রতিপক্ষ বোলার ভালো বল করেন, কোহলি তখন রেগে গিয়ে স্লেজিং করতে থাকেন। এমন অভিযোগ এনে এক ফেসবুক লাইভ সেশনে আল-আমিন বলেছেন, ‘ডট বল করলে প্রতিবারই বিরাট কোহলি পাল্টা স্লেজিং করে বসবে। ও খুব গালাগাল করে। আসলে বোলারকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করতে চায়। মানসিক ভাবে অস্বস্তিতে ফেলার জন্য এটা তার কৌশল।’

নিজের ক্যারিয়ারে বহুবার প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন কোহলি। আল-আমিন বলেছেন, ‘আমি ক্রিস গেইল, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও অন্য গ্রেট ব্যাটসম্যানদের বল করেছি। কিন্তু কেউই এমন করে না। ভালো বল হলে ওরা সেটাকে ডিফেন্ড করে। কেউ কোনো কথা বলে না। কোহলি কিন্তু ওদের মতো নয়। ও পাল্টা স্লেজিং করে।’

বাংলাদেশি বোলারদের মধ্যে কোহলির চিরশত্রু বলে পরিচিত হলেন পেসার রুবেল হোসেন। সেই অনূর্ধ্ব-১৯ থেকে শুরু, এখন পর্যন্ত দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই থাকে। কয়দিন আগে তামিম ইকবালের লাইভে এসে রুবেল হোসেনও কোহলি সম্পর্কে একই কথা বলেছিলেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলেছিলেন, ‘তখন ও খুব স্লেজিং করত। জাতীয় দলের হয়ে খেলার সময় ও হয়তো একটু কমিয়েছে। আমরা সবাই জানি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ও কেমন ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here