এদিকে শেষ মুহুর্তে পাকিস্তানী অলরাউন্ডার মোহম্মদ হাফিজকে দলে ভিড়িয়ে দলকে শক্তিশালি করে রাজশাহী কিংস।

এছাড়া টাইগার পেসার কাটার মাস্টার দ্যা ফিজ সহ রাজশাহীর দলে রয়েছে সৌম্য সরকার, মেহেদি মিরাজ ও মমিনুল হক। তাছাড়া তরুন জাকির হাসান ও বাহাতি স্পিনার আরাফাত সানি।

অন্যদিকে বিদেশিদের মধ্যে রয়েছে অনেক ভাল কিছু খেলোয়াড়।

রাজশাহী কিংসের স্কোয়াডঃ

দেশিঃ মুস্তাফিজুর রহমান (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি এবং শাহরিয়ার নাফিস।

রাজশাহী কিংসের বিদেশিরা:ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লরি এভান্স (ইংল্যান্ড), কাইস আহমেদ (আফগানিস্তান), ক্রিশ্চিয়ান জঙ্কার (দক্ষিণ আফ্রিকা), রায়ান টেন ডেসকাটে (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান) ও মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here