ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হাসনাত আমিনী

0
117
মাওলানা আবুল হাসনাত আমিনী। ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল হাসনাত আমিনী। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাওলানা আবুল হাসনাত আমিনী সর্বশেষ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটের মরহুম চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফজলুল হক আমিনীর ছেলে।

প্রসঙ্গত, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী সোমবার (১১ মে) নিজ বাসায় ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুরে চির নিদ্রায় শায়িত মাওলানা নেজামী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় নরসিংদীর শিবপুর মুন্সেফেরচর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হারিছুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি আব্দুর রহীম, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ অংশ নেন।

জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে নেজামীকে সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here